ছোটপর্দা ছাড়িয়ে অভিনেত্রী জয়া আহসান আলোকিত করেছেন আমাদের বড়পর্দাও। এরই মধ্যে তাঁর ক্যারিয়ারে যোগ হয়েছে গেরিলা এবং চোরাবালির মতো একাধিক বিভাগে জাতীয় পুরস্কারজয়ী ছবি। ডাক এসেছে কলকাতা থেকেও। সেখানেও আবর্তর মতো ছবি দিয়ে পেয়েছেন সাফল্য। সম্প্রতি নন্দিত এই অভিনেত্রী প্রথম আলোকে দেওয়া সাক্ষাত্কারে কথা বলেছেন তাঁর জীবনের টার্নিং পয়েন্ট, প্রিয় অভিনেতা, ফ্যাশন ভাবনা, ঈদের নাটক এসব নানা বিষয় নিয়ে। পুরো ভিডিও সাক্ষাত্কারটি থাকল এখানে।