বলিউড অভিনেতা জ্যাকি শ্রফের কন্যা কৃষ্ণার একটি টপলেস ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আলোড়ন তুলেছিল। এই ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। টাইগার শ্রফের বোন ছবিটি ইন্স্টাগ্রামে পোস্ট করার পর অনেকের চোখই কপালে উঠে গিয়েছিল। কিন্তু সমালোচনা বা নিন্দার ভয় যে তিনি করেন না, তা জানিয়ে দিলেন কৃষ্ণা।
সম্প্রতি নিজের নগ্নছবি মিডিয়াতে প্রকাশকরে সমালোচনায় আসেন তিনি। সেই রেশ যেতে না যেতেই আবারো আলোচনায় চলে এসেছেন জ্যাকি কন্যা। আলোচনার বিষয় সেই আগের মতো অর্ধনগ্ন ছবি। সোশ্যাল মিডিয়ায় আবারো টপলেস ছবি পোষ্ট করেন কৃষ্ণা। কিন্তু এবার বাবা নয়, কৃষ্ণা নিজেই সেই ছবির জন্য যুক্তি দিয়েছেন।
কৃষ্ণা বলেছেন, ‘টপলেস বা নগ্ন মানে নিপল শো করা। আমি তা করিনি। তাই আমার ইন্সটাগ্রামের ছবি নিয়ে এত চর্চা হওয়ার কোনও কারণ নেই’। তিনি আরও জানিয়েছেন যে, ‘জেনে বুঝেই সেই ছবি সোশ্যাল সাইটে শেয়ার করেছেন। যদি তিনি নগ্ন হতেন, তা হলে সেই ছবি সকলের সঙ্গে শেয়ার করার প্রশ্নই ওঠে না। কারণ, এতে তার বাবা জ্যাকি এবং দাদা টাইগার শ্রফের সম্মান জড়িয়ে রয়েছে’।