আমির খান বিতর্কে মুখ খুললেন সোনম…

0

France Cannes Sonam Kapoor Portraits

অসহিষ্ণুতা প্রসঙ্গে কথা বলেননি, এমন বলিউড তারকা এখন খুঁজে পাওয়া ভার। এ বিষয়ে পক্ষ-বিপক্ষ নেওয়ার পর আমির খানের প্রতি আক্রমণ নিয়েও এখন মন্তব্য হচ্ছে। সোনম কাপুরও যোগ দিয়েছেন মতামত প্রকাশকারীদের তালিকায়। বক্স-অফিস ক্যাপসুলের খবরে জানা গেল, আমিরকে আক্রমণের বিষয়টিকে ‘অযাচিত’ হিসেবে দেখেন সোনম।

আমিরের মন্তব্যটিকে মূল বিষয়ের বাইরে নিয়ে গিয়ে আলোচনা করা হয়েছে বলে মতামত দেন সোনম কাপুর। তাঁর কথা, ‘সবাই আলোচ্য বিষয়ের বাইরে নিয়ে গেছে তাঁর (আমির খান) মন্তব্যকে। তাঁর পুরো সাক্ষাৎকার কি আপনারা দেখেছেন, নাকি ওই একটি লাইনকেই বেছে নিয়েছেন—সেটা বুঝতে হবে। এটা ছিল তাঁদের নিজেদের মধ্যকার আলাপ, নিজেদের ঘরে বসে থাকার সময় কথাবার্তা। তিনি এটাই বলেছিলেন যে এ ধরনের চিন্তা তাঁকে আতঙ্কিত করে তুলেছে।’

‘আমার মনে হয়, বিষয়টি সমালোচনামূলক ছিল। কেউ যদি কোনো বিষয়ে স্রেফ সমালোচনা করেন, সেটি কিন্তু তাঁকে রাষ্ট্রবিরোধী হিসেবে চিহ্নিত করে না। আমি মনে করি, গঠনমূলক সমালোচনা সব সময়েই উপকারী। কেউ যদি আমার পারফরম্যান্সের সমালোচনা করেন, তার মানে কিন্তু এই নয় যে সে আমাকে ঘৃণা করে। এর মানে হলো এই যে পর্দায় আমি যেভাবে নিজেকে উপস্থাপন করেছি বা পারফর্ম করেছি, সেটা তাঁর পছন্দ হয়নি। এ বিষয়গুলো অন্যভাবে কখনোই নেওয়া উচিত নয় বলে আমি মনে করি’, যোগ করেন সোনম।

শুধু তা-ই নয়, সোনমের আশঙ্কা, এর পর থেকে হয়তো আমির খান আর কখনোই নিজের মনোভাব বা কোনো বিষয়ে মতামত করবেন না। তিনি বলেন, ‘আমির খান কেবল নিজের একটি আশঙ্কার কথা বলেছিলেন। আর যেটা ঘটেছে, মানুষজন তাঁর বিষয়ে নেতিবাচক হয়ে উঠেছে আর তাঁকে আক্রমণ করেছে। এখন আপনার কি মনে হয়, আমির আর কোনোদিন সবার সামনে কিছু বলবেন? আশা করি, আমিরকে রাষ্ট্রবিরোধী বলার বদলে আপনারা এটা বুঝে যাবেন যে কেন তিনি এসব কথা বলেছিলেন। হয়তো তিনি যা বলেছিলেন, বিষয়টি খুবই শক্ত ছিল; কিন্তু আর যা-ই হোক, মোটেও অপ্রাসঙ্গিক ছিল না।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More