ঢাকা: বলিউডের অন্যতম সুপারস্টার সালমান খান। তারসঙ্গে একেবারে ছোট্ট চরিত্রে অভিনয় করতেও বলিউডে মুখিয়ে থাকে অসংখ্য উঠতি কিংবা প্রতিষ্ঠিত নায়িকারা। ব্যতিক্রম নন ভারতের জনপ্রিয় টিভি সিরিয়াল ‘নাগিন’-এর সেশন ১-এর অন্যতম অভিনেত্রী মৌনি রায়। [ads1]
সিরিয়াল জগতে ‘নাগিন’ দিয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করলেও তার দৃষ্টি অন্য সবার মতই সেই বড় পর্দার দিকে। আর বড় পর্দায় কার সঙ্গে অভিষেক করতে ইচ্ছুক এমন কথা জানতে চাইলে কোনো ধরনের ভাবনা চিন্তা ছাড়াই মৌনি বলে উঠেন, ভারতের প্রত্যেক মেয়েই চায় সালমান খানের সাথে অভিষেক করতে।
বলিউডে পা রাখার আকুলতা প্রকাশ করে মৌনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানান, আমি পুরোপুরি বলিউডে আগ্রহী। সবাই বড় কিছু, ভালো কিছু করে দেখাতে চায়। আমিও ভালো কিছু করে দেখাতে চাই।
অন্যদিকে আসন্ন সিনেমা ‘সুলতান’-এর প্রমোশনে দুর্দান্ত ব্যস্ত আছেন সালমান খান। আসছে ৬ জুলাই ঈদ উপলক্ষ্যে ভারতের সিনেমায় মুক্তি পাচ্ছে ছবিটি। যেখানে পাঞ্জাবের হরিয়ানার এক মহাবীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার সাথে আছে আরেক নারী কুস্তিগীর আনুশকা শর্মা। সুলতান ছবিটি পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর। [ads2]