আমি ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল : নায়লা নাঈম

0

Nayla is hotবাংলাদেশি মডেল নায়লা নাঈম। সম্প্রতি তাঁর কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।  জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের সৌজন্যে দেওয়া হলো তাঁর সম্পর্কে চমকপ্রদ বিভিন্ন তথ্য।
শুরুটা যেভাবে
ছোটবেলা থেকেই মিডিয়ায় কাজ করতে আগ্রহী ছিলেন নায়লা। ডেন্টাল কলেজে পড়ার সময় নিজের মেধা ও সৌন্দর্যকে কাজে লাগিয়ে ভালো কিছু করার ইচ্ছা প্রবল হয়। শুরুটা এভাবেই। বর্তমান সময়ের আলোচিত মডেল নায়লা নাঈম।
‘পরিপূর্ণ স্বাভাবিক মানুষ’
নায়লা নাঈম মনে করেন, সৃষ্টিকর্তা তাঁকে একজন পরিপূর্ণ স্বাভাবিক মানুষ হিসেবে তৈরি করেছেন। এটা তাঁর কাছে বিশাল ব্যাপার। নায়লার কথায়, ‘নিজেকে স্বাভাবিক ও সুন্দর একজন মানুষ হিসেবে দেখতে পারাটা আমাকে মুগ্ধ করে।’
আত্মবিশ্বাসী নায়লা
বাংলাদেশের মডেল কন্যাদের সচরাচর যেসব পোশাকে দেখা যায় সেসব থেকে কিছুটা ব্যতিক্রম নায়লা নাঈম। অনায়াসেই বিকিনি পরে ছবির জন্য পোজ দিচ্ছেন তিনি ৷তাঁর মধ্যে কোনো ধরনের জড়তাও নেই।
আলোচনা-সমালোচনা
স্বল্পবসনে তোলা নায়লা নাঈমের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা, সমালোচনার জন্ম দিয়েছে। তিনি অবশ্য সমালোচনায় পিছিয়ে যাওয়ার পাত্র নন। নায়লা বলেন, ‘অনেকে হয়তো ব্যাপারটিকে সহজভাবে নিতে পারেনি এবং সমালোচনা করেছে। কিন্তু অনেকেই কিন্তু এই একই কাজগুলোর অনেক প্রশংসাও করেছে।’
গঠনমূলক সমালোচনা প্রত্যাশা
নায়লা নাঈম তাঁর অনুসারীদের কাছে গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করেন। তিনি বলেন, ‘সমালোচনার মাঝে সৃজনশীল কিছু পেলে সেটাকে গ্রহণ করতে বা সেখান থেকে কিছু শেখার থাকলে সেটাকে ইতিবাচকভাবে নিতে আপত্তি নেই আমার।’

‘ধমীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল’

বলাবাহুল্য বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ৷ নায়লা অবশ্য তাঁর কাজের ক্ষেত্রে ধর্মকে কোন বাধা মনে করেন না৷ বরং তাঁর কথায়, ‘‘আমাদের নিজেদের একটা স্বকীয় সংস্কৃতি আছে৷ দেশীয় সংস্কৃতির কথা এবং ধমীয় মূল্যবোধের কথা মাথায় রেখে যতটুকু অগ্রগতি সম্ভব ঠিক ততখানি এগিয়ে যাওয়া আমি সমর্থন করি৷’’

বিবসনা হবেন না নায়লা
বিকিনি কিংবা পশ্চিমা আদলে তৈরি স্বল্প পোশাকে সাবলীল হলেও কখনো মডেলিং বা অভিনয়ের প্রয়োজনে নগ্ন বা বিবসনা হবেন না নায়লা। নিজের এই অবস্থানের কথা পরিষ্কার জানিয়েছেন তিনি। নায়লা বলেন, ‘আমাকে কখনোই এ রকম কোনো দৃশ্যে দেখা যাওয়ার সম্ভাবনা নেই যেটা আমাদের সংস্কৃতির সঙ্গে পুরোপুরি বেমানন।’
ব্যস্ত সময়
নায়লা নাঈম এখন অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ে মনোযোগ দিচ্ছেন তিনি। রানআউট, আদি, ওয়ান মিলিয়ন ডলারসহ কয়েকটি চলচ্চিত্রে কাজ করছেন তিনি। শিগগিরই সংগীতশিল্পী প্রীতম আহমেদের সঙ্গে একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে তাঁকে।
অভিনয়ই মূল লক্ষ্য
মডেলিং এর মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও বাংলা চলচ্চিত্রে স্থায়ী ঠিকানা তৈরি করাই নায়লার বর্তমান লক্ষ্য। ভবিষ্যতে দর্শকদের গতানুগতিক ধারার বাইরে ব্যতিক্রমধর্মী কিছু উপহার দিতে চান তিনি। পশুপ্রেমিক নায়লা ভবিষ্যতে পশুপাখির জন্য একটি চিকিৎসাকেন্দ্র ও অভয়ারণ্য গড়তে আগ্রহী।
ফেসবুকে নায়লা
মডেল, অভিনেত্রী নায়লা নাঈমকে পাওয়া যাবে ফেসবুকেও। তাঁর আনুষ্ঠানিক পাতার ঠিকানা : www.facebook.com/artist.nailanayem।  বর্তমানে (১২.০৫.২০১৪) এই পাতায় অনুসারীর সংখ্যা ষাট হাজারের মতো।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More