নিজের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম বোলিং স্তম্ভ রুবেলের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ তুলে হৈচৈ ফেলে দেয়া চিত্র নায়িকা নাজনিন আক্তার হ্যাপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পেইজে নানা মুখরোচক সব বিষয়ে স্ট্যাটাস দিয়ে সব সময়ই সরব থাকার চেষ্টা করছেন। মঙ্গলবার তিনি আরও একটি স্ট্যাটাস দিয়েছেন। এ স্ট্যাটাসটিও ক্রিকেটার রুবেলকে নিয়ে লেখা বলেই ধারাণা করা হচ্ছে। স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-” শুধু একটিবার তোমার voice শুনতে চাই,হোক গালাগালি তবুও। আমি সত্যিই তোমাকে জড়িয়ে ধরে কাদঁতে চাই আর বলতে চাই আমি খুব অসহায় তোমাকে ছাড়া,আমাকে ছেড়ে যেওনা। তুমি আমার সাথে এমনভাবে মিশে আছো যে, মৃত্যু ছাড়া ভূলে থাকার আর কোন উপায় নেই। আমি যখন শুনি তুমি বিভিন্ন মেয়েদের সাথে ঘুরে বেড়াও, সেটা আমি সহ্য করতে পারি না। মরে যেতে ইচ্ছা করে। আমি নিজের চেয়েও তোমাকে বেশি ভালবাসি । অনেক বেশি। ফিরে এসো।একবার নিজেকে জিজ্ঞাসা কর, আমাকে কষ্ট দিয়ে সত্যিই সুখি হতে পারবে? আমার চেয়ে বেশি কেউ কোনদিন তোমাকে ভালবাসতে পারবে? পারবে না ,আমি জানি। আমাকে দেখানোর জন্য শুধু সুখে থাকার অভিনয় করতে পারবে। আর কত কাদঁব??? খুব একা করে দিয়েছ আমায়। এর চেয়ে ভাল নিজ হাতে গলাটিপে মেরে যাও। এইটুকু তো করতেই পারো। তাহলে তুমিও ভাল থাকবা আমিও।”