ঢালিউডের আলোচিত নায়িকা মাহিয়া মাহি সিনে লাইফে নয়, বাস্তব জীবনেই এবার প্রথমবারের মতো কনে সাজে সেজেছেন। বর পারভেজ মাহমুদ। ডাকনাম অপু। যুক্তরাজ্য থেকে কম্পিউটার প্রকৌশল বিদ্যায় পড়ালেখা করে এসেছেন। বর্তমানে সিলেট শহরে নিজেদের পারিবারিক ব্যবসায় দেখাশোনা করছেন।[ads1]
এদিকে বুধবার সকালে মাহির উত্তরার বাসায় প্রথমে বাগদান ও এরপর আকদ অনুষ্ঠিত হয়। এছাড়া ২৫ মে সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি রেস্তোঁরায় স্বামীকে নিয়ে বিবাহোত্তর সংবাদ সম্মেলন করেছেন মাহি। সেসময় তিনি বলেন, ‘মাত্র এক সপ্তাহ আগে আমাদের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। অনেকটা হঠাৎ করেই আমি বিয়েটা করে ফেললাম।’ বিয়ের পর স্বামীর পরিবারের পক্ষ থেকে সিনেমায় অভিনয়ে কোন বাধা নেই বলেও জানালেন মাহি।
[ads2]
মাহি বলেন, ‘আমি এর আগেও ক্যামেরার সামনে এসেছি, তবে এত এত ক্যামেরা ছিল না। আর আমি আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাকে যখন মোটামুটি মানুষজন চিনবে, পছন্দ করবে, তখন বিয়ে করবো। আমার ক্যারিয়ার ডাউন হওয়ার পরে আমি বিয়ে করতে চাইনি। আপনারা দেখেন এখন আমার এমন পজিশন দেখে সবাই এসেছে। যদি এমনটা হতো আজ থেকে অনেকদিন পরে বিয়ে করলাম কিন্তু কেউ আমাকে চিনতেই পারছে না। আমাকে কেউ জানেই না। তখন হয়তো অনেকেই আসত না। তাই বিয়ের সিদ্ধান্তটা নিয়েছি।’[ads1]
বিয়ের ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
[ads2]
[ads2]
Comments are closed.