ঢাকা: আগামী ১৫ আগস্ট আমির খানের নতুন ছবি ‘পিকে’র দ্বিতীয় পোস্টার মুক্তি পাচ্ছে। সম্প্রতি ছবিটির পরিচালক রাজকুমার হিরানী জানান,ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্টে পিকের দ্বিতীয় পোস্টার মুক্তি দেয়া হবে। তবে পোস্টারটিতে কি থাকবে বা কারা থাকবে সে সম্পর্কে কিছু বলেননি তিনি।
আমির খান ছাড়াও ছবিটিতে অভিনয় করছেন সঞ্জয় দত্ত, আনুশকা শর্মা ও সুশান্ত রাজপূত। ধারণা করা হচ্ছে এদের মধ্যে কাউকে দেখা যেতে পারে পিকের নতুন পোস্টোরে।
ছবিটির প্রথম পোস্টার নিয়ে বেশ হইচই হয়েছে। মিছিল থেকে শুরু করে মামলা পর্যন্ত হয়েছে পোস্টারটির বিরুদ্ধে। পোস্টারটিতে নগ্ন আমিরকে ভালোভাবে নিতে পারেনি দর্শক।