আসুন জেনে নেই নায়ক “সালমান শাহ” সম্পর্কে

0

salraj_1341490227_8-s5নায়ক সালমান শাহ

সালমান শাহ (জন্ম: ১৯ সেপ্টেম্বর, ১৯৭১ – মৃত্যু: ৬ সেপ্টেম্বর, ১৯৯৬), বাংলাদেশের ১৯৯০-এর দশকের অন্যতম শ্রেষ্ঠ নায়ক। প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই অভিনেতা সর্বমোট ২৭টি চলচ্চিত্র অভিনয় করেন। এছাড়াও টেলিভিশনে তাঁর অভিনীত কয়েকটি নাটক সম্প্রচার হয়। ১৯৯৩ সালে মালমান শাহ অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায়। একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়। জনপ্রিয় এই নায়ক নব্বুইয়ের দশকের বাংলাদেশে সাড়া জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকাল মৃত্যুবরণ করেন। অভিযোগ উঠে যে, তাঁকে হত্যা করা হয়; কিন্তু তাঁর হত্যাকাণ্ডের কোনো আইনী সুরাহা শেষ পর্যন্ত হয়নি।
সালমান শাহ ২৯ সেপ্টেম্বর, ১৯৭0 সালে সিলেট জেলায় অবস্থিত জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন, এবং তাঁর রাশি ছিল বৃশ্চিক। তাঁর পিতা কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। তিনি পরিবারের বড় ছেলে। যদিও তাঁর মুল নাম শাহরিয়ার চৌধুরী ইমন, কিন্তু চলচ্চিত্র জীবনে তিনি সবার কাছে ‘সালমান শাহ’ বলেই পরিচিত ছিলেন। সালমান শাহ ১২ আগস্ট ১৯৯২ বিয়ে করেন, এবং তাঁর স্ত্রীর নাম সামিরা।

শিক্ষাজীবন
সালমান শাহ খুলনা বয়রা মডেল হাইস্কুল শেষে ১৯৮৭ সালে ধানমন্ডির আরব মিশন স্কুল থেকে এসএসসি পাশ করেন। পরবর্তীতে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি এবং মালেকা সায়েন্স কলেজ, ধানমন্ডি থেকে স্নাতক শেষ করেন।

অভিনয় জীবন
ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান (সজীব) এর হাত ধরেই তিনি অভিনয় জগতে আসেন । কিন্তু পরবর্তী জীবনে নাহিদ হাসান (সজীব) এর সাথে তাঁর সম্পর্ক ভাল ছিল না ।

মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র

১৯৯৩
কেয়ামত থেকে কেয়ামত: পরিচালনায়; ইমন সোহানুর রহমান সোহান, সহশিল্পী- মৌসুমি।
অন্তরে অন্তরে: পরিচালনায়; শিবলী সাদিক, সহশিল্পী- মৌসুমী।

১৯৯৪
দেন মোহর: পরিচালনায়: সরোবর শামসুদ্দিন টগর, সহশিল্পী- মৌসুমী।
তোমাকে চাই: পরিচালনায়: মতিন রহমান, সহশিল্পী- শাবনূর।
বিক্ষোভ-পরিচালনায়: মোহাম্মদ হান্নান, সহশিল্পী- শাবনূর।
বিচার হবে- পরিচালনায়: শাহ আলম কিরণ, সহশিল্পী- শাবনূর।
চাওয়া থেকে পাওয়া- পরিচালনায়: রেজা হাসমত, সহশিল্পী- শাবনূর।

১৯৯৫
আনন্দ অশ্রু- পরিচালনায়: শিবলী সাদিক, সহশিল্পী- শাবনূর।
আশা ভালবাসা- পরিচালনায়: তমিজুদ্দিন রিজভী, সহশিল্পী- শাবনাজ।
জীবন সংসার- পরিচালনায়: জাকির হোসেন রাজু, সহশিল্পী- শাবনূর।
মহা মিলন- পরিচালনায়: দীলিপ সোম; সহশিল্পী- শাবনূর।
স্বপ্নের পৃথিবী- পরিচালনায়: বাদল খন্দকার; সহশিল্পী- শাবনূর।
স্বপ্নের ঠিকানা- পরিচালনায়: এম. এ. খালেক, সহশিল্পী- শাবনূর।

১৯৯৬
এই ঘর এই সংসার- পরিচালনায়: মালেক আফসারী; সহশিল্পী- বৃষ্টি।
আঞ্জুমান- পরিচালনায়: হাফিজউদ্দিন; সহশিল্পী-শাবনাজ।
কন্যাদান- পরিচালনায়: দেলোয়ার জাহান ঝন্টু; সহশিল্পী- লীমা।
মায়ের অধিকার- পরিচালনায়: শিবলী সাদিক; সহশিল্পী- শাবনাজ।
প্রেম যুদ্ধ- পরিচালনায়: জীবন রহমান; সহশিল্পী- লীমা।
স্নেহ- পরিচালনায়: গাজী মাজহারুল আনোয়ার; সহশিল্পী- মৌসুমী।
সত্যের মৃত্যু নাই- পরিচালনায়: ছটকু আহমেদ; সহশিল্পী- শাহনাজ।
সুজন সখী- পরিচালনায়: শাহ আলম কিরণ; সহশিল্পী- শাবনুর।

১৯৯৭
তুমি আমার- পরিচালনায়: জহিরুল হক; সহশিল্পী- শাবনূর।
প্রিয়জন- পরিচালনায়: রানা নাসের; সহশিল্পী- শিল্পী।
স্বপ্নের নায়ক- পরিচালনায়: নাসির আহমেদ; সহশিল্পী- শাবনূর।
বুকের ভিতর আগুন- পরিচালনায়: ছটকু আহমেদ; সহশিল্পী- শাবনূর।
প্রেম পিয়াসী- পরিচালনায়: রেজা হাসমত; সহশিল্পী- শাবনুর।

টিভি নাটক
পাথর সময়, ইতিকথা, আকাশ ছোঁয়া, দোয়েল, সব পাখি ঘরে ফেরে, সৈকতে সারস, নয়ন ও স্বপ্নের পৃথিবী।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More