বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী জনপ্রিয় অভিনেতা নায়করাজ রাজ্জাক বলেছেন, ইমপ্রেস টেলিফিল্ম আছে বলেই এদেশের চলচ্চিত্র চরম প্রতিকূলতা স্বত্ত্বেও এগিয়ে যাচ্ছে।
গতকাল নায়করাজের গুলশানের বাসভবনে ইমপ্রেস টেলিফিল্মের বিনোদন পাক্ষিক আনন্দ আলোর বিশেষ সংখ্যা গ্রহণকালে রাজ্জাক এ কথা বলেন।
রাজ্জাক আরো বলেন, দেশের সাংস্কৃতিক বিকাশ বিশেষ করে চলচ্চিত্রের উন্নয়ন অগ্রযাত্রায় ইমপ্রেস টেলিফিল্ম কাজ করে যাচ্ছে।
আগামী ২৩ জানুয়ারি নায়করাজ রাজ্জাকের ৭৫তম জন্মবাষির্কী। জন্মদিন উপলক্ষে আনন্দ আলো বিশেষ সংখ্যা প্রকাশ করেছে।
পত্রিকাটি হাতে পেয়ে নায়করাজ অভিভূত কন্ঠে বলেন, এই বিনোদন পাক্ষিকটি আমি সব সময়ই পড়ে থাকি। এই বিশেষ সংকলন প্রকাশের পর আমার মনে হচ্ছে চ্যানেল আই আমাকে অনেক ভালোবাসে। আমার জন্মদিনে চ্যানেল আই সব সময়ই কিছু না কিছু করে। আমার এবারের জন্মদিনে শ্রেষ্ঠ পুরস্কার আনন্দ আলো।
এ সময় আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান, নায়করাজের ছোট ছেলে সম্রাটসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
১৯৬৮ সালে জহির রায়হানের ‘বেহুলা’ ছায়াছবির মাধ্যমে পুর্ণাঙ্গ নায়ক হিসেবে নায়করাজের চলচ্চিত্রাঙ্গণে অভিষেক ঘটে। এই পর্যন্ত ছয়শতাধিকের ও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
উল্লেখ নায়করাজ রাজ্জাকের ৭৫তম জন্মদিন উপলক্ষে চ্যানেল আই ২১, ২২ ও ২৩ জানুয়ারী তিনদিনব্যাপী বর্নাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে।