‘দেশের সবাইকে মিস করেছি। দার্জিলিং-এ শুটিং শেষ। সবকিছু ঠিক থাকলে ঈদের পরপরই ফের শুটিং শরু হবে। তবে সেটা ঢাকায়’। গতকার রাতে দেশে ফেরার পর বাংলাদেশ প্রতিদিনকে এ কথা জানান অভিনেত্রী পরীমণি।[ads1]
তিনি বলেন, ‘প্রায় একমাস ভারতে ছিলাম। সবাইকে মিস করেছি। শিলিগুড়ির শুটিং দিয়ে শেষ করলাম ভারতের পর্ব। ইতোমধ্যে সিংহভাগ শুটিং সম্পন্ন হয়েছে। এবার ঢাকা ও থাইল্যান্ডের পালা।’
ঈদ নিয়ে জানতে চাইলে পরীমণি বলেন, ‘বরাবরের মত এবারও নানুর দেওয়া জামা পরব ঈদের দিনে। সবসময় সেটাই করে এসেছি। কলকাতা থেকে প্রচুর কেনাকাটা করেছি। তবে চাঁদ রাতে এখানে শপিং করব।’
শুটিং কেমন উপভোগ করেছেন এমনটা জানতে চাইলে পরীমণি বলেন, ‘সত্যি কথা বলতে কি গোটা ইউনিট একটি পরিবারে রুপান্তরিত হয়েছে। প্রত্যেকেই ছিল খুব কো-অপারেটিভ। তাছাড়া পাহাড়ের কোলে মিতালি গড়ছে সাদা মেঘ, এমন পরিবেশে কাজ করার আনন্দই ছিল অন্যরকম।'[ads2]
উল্লেখ্য, জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে প্রথম বারের মত কাজ করছেন পরীমণি। ‘রক্ত’ নামের এ ছবিটি জাজের সাথে যৌথ প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ।