উন্মুক্ত অভিনয়ে জ্যাকলিন মিথিলা (ভিডিও)

0

Jacqueline Mithilaপ্রথম থেকেই তাকে বলা হচ্ছিল তিনি বাংলাদেশের সানি লিওন। এবার সেই প্রমান দিলেন জ্যাকলিন মিথিলা। বাংলাদেশের কোন গানের মিউজিক ভিডিওতে এতোটা অশ্লীলতা দেখেননি কেউ।

২৪ সেপ্টেম্বর তার এ প্রথম মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয়। গানটির নাম ‘আজ যদি হয় ভালবাসা’। গেয়েছেন মশিউর বাপ্পী। গানটির কথা লিখেছেন ফাজবির তাজ তন্ময়।

গায়কের সুর ও মিউজিকে গানটিতে জ্যাকুলিন মিথিলার সঙ্গে মডেল হয়েছেন মামুন। গানটিতে জ্যাকলিন মিথিলাকে একজন বার কন্যা হিসেবে দেখা যাবে। এমনকি ভিডিওটির একটি দৃশ্যে তাকে নাচতেও দেখা যায় বারে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More