ঢাকা: এই প্রথম নাটকে অভিনয় করছেন আলোচিত মডেল নায়লা নাঈম। মাবরুর রশিদ বান্নার পরিচালনায় রাজধানীর উত্তরায় শুটিং চলছে নাটকটির। ‘মাস্তি আনলিমিটেড’ নামের এ নাটকটি আসছে ঈদে একটি বেসরকারী টেলিভিশনে প্রচারিত হবে বলে জানা গেছে। নাটকের শুটিং শুরু হলেও আজ শুটিংয়ে নেই নায়লা। তার শুটিং শুরু হবে কাল।
নাটকে অভিনয় প্রসঙ্গে জানতে চাইলে নায়লা বাংলামেইলকে বলেন, ‘উপযুক্ত সম্মানী পাচ্ছি বলেই নাটকে কাজ করছি। এর আগে কেউ উপযুক্ত সম্মানী দিয়ে আমাকে নিতে পারেনি বলে কাজ করা হয়নি। এ প্রযোজনায় ভালো সম্মানী পাচ্ছি।’
এর আগে নায়লা নাঈম দুটি চলচ্চিত্রের আইটেম গানে অভিনয় করেছেন। তন্ময় তানসেনের ‘রান আউট’ এবং হাবিবুল ইসলামের ‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রে আইটেম গার্ল হিসেবে নায়লাকে খুব শিগগিরই বড় পর্দায় দেখা যাবে। এছাড়াও তানিম রহমান অংশুর ‘আদি’ চলচ্চিত্রে সম্প্রতি চুক্তিবদ্ধ হন এ মডেল।