ঢাকা: দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে লন্ডনে বসবাস করছেন চিত্রনায়িকা রোজিনা। প্রবাসী এক বাঙালিকে বিয়ে করে সেখানেই স্থায়ী হয়েছেন। সম্প্রতি ব্যক্তিগত প্রয়োজনে এক মাসের জন্য ঢাকায় এসেছেন তিনি।
সত্তরের দশকের মাঝামাঝি সময় থেকে নব্বইয়ের দশকের প্রায় শেষ পর্যন্ত রুপালী পর্দা কাঁপিয়েছেন চিত্রনায়িকা রোজিনা। অভিনয় করেছেন আড়াইশোরও বেশি ছবিতে। কিন্তু চলচ্চিত্র থেকে বিদায় নেয়ার পর দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছেন। তবে সময় পেলেই দেশে বেড়িয়ে যান। সেই ধারাবাহিকতায় প্রায় এক বছর বৃহস্পতিবার দেশে ফিরেছেন তিনি। টানা এক মাস বাংলাদেশে অবস্থান শেষে আবারো লন্ডনে ফিরে যাবেন সাবেক এই নায়িকা।
এদিকে রোজিনার ঘনিষ্ঠ সূত্র জানায়, ঢাকায় অবস্থানকালে তিনি পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনদের সময় দিতে চান। তবে কোন নাটক বা চলচ্চিত্রের শুটিং এ অংশ নিবেন কিনা তা স্পষ্ট নয়। উল্লেখ্য, চলচ্চিত্র থেকে বিদায় নেয়ার পর বেশ কয়েকটি টেলিভিশন নাটকে তার দেখা মিলেছে।