ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ, সময়ের ব্যস্ততম অভিনেত্রী অপু বিশ্বাসের ফেসবুক পেজটি সম্প্রতি সময়ে হ্যাকার কর্তৃক হ্যাক হয়ে যায়। পুনরায় অবশ্য অপু তার ফেসবুকটি ফিরে পান কিন্তু তিনি ক্ষুব্ধ হয়ে তার ফেসবুকে মঙ্গলবার সন্ধ্যায় একটি স্ট্যাটাস দেন।
বিডি টুয়েন্টিফোর লাইভের সম্মানিত পাঠকদের সুবিধার্থে অপু ফেসবুকে দেওয়া স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো।
সেই সব হ্যাকার ভাইদের কাছে একটা প্রশ্ন এই দেশের
মিডিয়াতে এই দেশের চলচ্চিত্রে অভিনয় করা অপরাধ,
নাকি চলচ্চিত্রে অভিনয় করা দেশ বিরোধী
কর্মকান্ড??
কিছু হ্যাকার যখন দেশের ভালোর জন্য লড়াই করে
সাইবার যোদ্বা হিসাবে খেতাব পেয়েছে তখন এক
শ্রেনীর হ্যাকার নিজের দেশের সেলেব্রেটিদের
পেইজ হ্যাক করে সুবিধা আদায়ের অপচেষ্টায় লিপ্ত,
কিছুদিন আগে এই পেইজ সহ শাকিব খান, মনির খান,
এবং বাংলাদেশী চলচ্চিত্রের প্রচারনা চালায় এমন
কিছু পেইজ হ্যাক করে,
আমার পেইজটি একটি কিছু সাইবার যোদ্বা রিকোভার করে দিলেও কিছু পেইজ অর্থের বিনিময়ে ফেরত আনা হয়, বাকি পেইজ গুলো এখনো তাদের কব্জায়, একজন বাংলাদেশী হিসাবে আরেকজন বাংলাদেশী হ্যাকার এমন আচরন কি মেনে নেওয়া যায়???