বলিউডের শক্তিমান অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে একটি সিনেমা দৃশ্যে ঐশ্বরিয়া রাইয়ের আপত্তিকর দৃশ্যে অভিনয় নিয়ে এবার তুমুল অসন্তোষ সৃষ্টি হয়েছে বচ্চন পরিবারে । এ নিয়ে তুমুল পারিবারিক বাকবিতন্ডার মধ্যে পড়েছে পরিবারটি। বিশেষ করে স্বামী অভিষেক বচ্চন সাম্প্রতিক সময়ে ঐশ্বরিয়ার এমন আপত্তিকর ও অন্তরঙ্গ দৃশ্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এমনটাই জানিয়েছেন ভারতের বেশ কয়েকটি গনমাধ্যম ।
বিভিন্ন সুত্রে প্রকাশিত খবরে জানা গেছে, অভিষেক বচ্চন সিনেমাটির থেকে এই দৃশ্য বাদ দেয়ার জন্য সিনেমাটির পরিচালক এবং স্ত্রী ঐশ্বরিয়াকে ইতমধ্যে আলটিমেটামও দিয়েছেন ।
গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন গসিপ খবরে জানা গেছে, মেয়ে হওয়ার পর ক্যারিয়ারে কিছুটা ধ্বস নামার আশংকায় শংকিত হয়ে দর্শকদের মধ্যে একটু বেশিই আবেদনময়ি দৃশ্যতে অভিনয়ে আগ্রহী সাবেক এই বিশ্ব সুন্দরী । সমালোচকদের মতে সিনে পাড়ায় ফের প্রতিষ্ঠা পেতে একের পর এক বেশ কিছু খোলামেলা দৃশ্যে অভিনয় করেছেন তিনি। এটি তারই একটি। এ নিয়ে শুধু স্ত্রী ঐশ্বরিয়া রাইয়ের সাথের নয় বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে অভিষেকের মনমালিন্য পর্যন্ত হয়েছে বলেও খবর বেরিয়েছে।
তবে এমন আলোচিত ঘটনা নিয়ে সোজা সাপ্টা জবাবে ঐশ্বরিয়া নাকি বলেছেন , ‘ এটা তার কাজেরই একটি অংশ’ । বর্তমান সময়ে সেনসেশন সৃষ্টি করাও নাকি একটা আর্ট ‘
ঐশ্বরিয়ার বিতর্কিত সেই ভিডিওটি এখন পর্যন্ত ইউটিউবের একটি চ্যানেলেই ক্লিক হয়েছে প্রায় ৬ লক্ষ বার ।