[ads1]সর্বশেষ ভালোবাসা দিবসে রিলিজ পেয়েছিলো হাবিবের মিউজিক ভিডিও ‘তোমার আকাশ’। তারপর দীর্ঘ পাঁচমাসের অপেক্ষায় ছিলেন ভক্তরা। অবশেষে ভক্তদের সেই আক্ষেপ ঘুচলো। নতুন মিউজিক ভিডিওতে হাত দিয়েছেন হাবিব। তার এবারের আগমনটাও চমকে ভরা। রীতিমত রোমান্টিক ইমেজে থাকছেন পর্দায়। ‘মনের ঠিকানা’ শিরোনামে এই মিউজিক ভিডিওতে বরাবরেই মতো নিজেই মডেলিং করেছেন তিনি। তার সঙ্গে মডেলিং করেছেন নতুন মডেল শার্লিনা হোসাইন।
মিউজিক ভিডিওটি নিয়ে হাবিব জানিয়েছেন, আমি এবং তানিম রহমান অংশুসহ গোটা টিম আবারও ‘মনের ঠিকানা’ গানটি দিয়ে শ্রোতাদের সামনে উপস্থিত হচ্ছি। আগামী ১ আগস্ট গানটি প্রকাশিত হবে। আশা করি সবার ভালো লাগবে।’
গতকাল শুক্রবার নারায়ণগঞ্জের মদনপুর এলাকার একটি রিসোর্টে ভিডিওটির দৃশ্যধারণ হয়েছে। [ads2]