ঢাকায় ছবিতে যদি ভারতীয় হিন্দি ছবির কেও অভিনয় করেন তাহলে কেমন লাগবে। অভিনয় হোক আর গান হোক বাংলা ছবিতে দেখা যাবে আনুশকাকে! এমন খবের অনেকেই বিস্মিত হলেও শেষ পর্যন্ত ‘প্রেম করবো তোমার সাথে’ ছবির আইটেম গানের জন্য বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে বাছাই করেছেন ছবির পরিচালক রাকিবুল আলম রাকিব!
এই খবরে ঢালিউডে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই বিশ্বাসও করতে চাচ্ছেন না। তবে বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও গত কয়েকদিন ধরেই চলচ্চিত্র মহলে এমনই কানা-ঘুষা শোনা যায়।
এমন খবরের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত পরিচালকের মুখোমুখি হন মিডিয়া কর্মীরা। তিনি জানান, আনুশকা শর্মার সঙ্গে যোগাযোগ করলে সম্মতি মিলেছে আনুশকার। সবকিছু ঠিক ঠাক থাকলে আগামী বছরের শুরুতেই বাংলা চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে এই বলিউড সুন্দরীর।
উল্লেখ্য, আব্দুলাহ জহির বাবুর কাহিনী অবলম্বণে দীর্ঘ প্রায় ৬ বছর পর চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী জাকিয়া বারি মম। অরপদিকে মম’র বিপরীতে অভিনয় করবেন ছোট পর্দার আরেক অভিনেতা আনিসুর রহমান মিলন। ছবিটির বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন নায়ক জায়েদ খান।