স্কিন থেকে শুরু করে ফিগার। ক্যাটরিনা কাইফের শরীর সত্যিই হিংসা করার মতো। কিন্তু পোশাক খুলে ক্যাট পোজ দিয়েছেন খুব কম। ফিল্মের প্রয়োজনে টু পিস পরেছেন ঠিকই। কিন্তু ফোটোশুটের জন্য… এমন ছবি খুঁজে পাওয়া ভার। এবার কিন্তু সেটাই করলেন ক্যাট। খুলে ফেললেন পোশাক। দেখালেন শরীর। উন্মুক্ত হলেন ক্যামেরার সামনে।
GQ ম্যাগাজিনের জন্য ফোটোশুট ছিল ক্যাটের। ম্যাগাজ়িন প্রকাশের পর কভারে দেখা গেল, অন্তর্বাসের সঙ্গে কালো জিন্স পরে ছবি তুলেছেন ক্যাট। কভার স্টোরির হেডলাইন “উন্মুক্ত হলেন ক্যাটরিনা। পাশে কালো অন্তর্বাস আর জিন্সে ক্যাটরিনার ছবি। এই প্রথম ফোটোশুট, যেখানে এতটা খোলাখুলি ক্যাট। তবে শুধু কভারেই নয়। ম্যাগাজ়িনের ভিতরেও একাধিক ছবিতে উন্মুক্ত ক্যটরিনা। প্রতিটি ছবিই তাঁর যৌন আবেদনে টইটম্বুর।
ক্যাটরিনার এই সাজসজ্জার জন্য ফোটোগ্রাফার থেকে মেকআপ আর্টিস্ট, স্টাইলিস্ট সব ছিল তাঁর নিজের পছন্দের। দক্ষিণ আফ্রিকা থেকে এসেছিলেন মেকআপ আর্টিস্ট ও স্টাইলিস্ট। ছবি তোলার জন্য তিনিই বেছে নিয়েছিলেন ফোটোগ্রাফারকে।