‘বেবি ডল’ এবার লীলা দেখাবেন বলিউডের প্রথম সারির সিনেমায়। সানি লিওনকে এবার দেখা যাবে করণ জোহরের সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায়। এই সিনেমায় অভিনয় করবেন রণবীর কাপুর, ঐশ্বর্যা রাই। শোনা যাচ্ছে একটা উত্তেজক গানে রণবীর কাপুরকে ভোলাবেন সানি। এ ছাড়াও এই সিনেমায় ছোট একটা ক্যামিও রোলে অভিনয় করবেন ইন্দো-কানাডিয়ান এই পর্নস্টার।
‘জিসম টু’, ‘রাগিনী এমএমএস টু’, ‘জ্যাকপট’, ‘এক পহেলি লীলা’, ‘কুছ কুছ লোচা হ্যায়’-এর মত সিনেমায় অভিনয় করলেও প্রথম সারির বলিউড সিনেমা বলতে যা বোঝায় সেই অর্থে তিনি সুযোগ পাননি। একের পর বিতর্কে জড়ানো সানি কিন্তু অনেকটা নিঃশব্দেই প্রথম সারির সিনেমায় পা দিয়ে বলিউডে নিজের জমি শক্ত করছেন।