ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী রাধিকা আপ্তের বেশ কিছু নগ্ন সেলফি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ৮ ফেব্রুয়ারি এই ছবিগুলো ইন্টারনেটে ফাঁস হওয়ার পর, ভাইরালের মতো সার্চ ও ডাউনলোড হচ্ছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।
অভিনেত্রী রাধিকা দক্ষিণী সিনেমার চেনা মুখ। বলিউডে অভিনয় করেছিলেন শোর ইন দ্য সিটি, লাল ভারী সিনেমায়। এ ছাড়া অনিরুদ্ধ রায় চৌধুরির পরিচালনায় কলকাতার বাংলা সিনেমা অন্তহীন- এ অভিনয় করেছিলেন রাহুল বোসের বিপরীতে।