আর মাত্র কয়েকদিন। তারপরই শুরু হতে চলেছে ভারতীয় টেলিভিশনের সবথেকে চর্চিত রিয়্যালিটি শো বিগ বসের নবম সিজন। এবারও সঞ্চালকের ভূমিকায় সালমান খান। তবে কে কে থাকবেন বিগ বসের ঘরে? শোনা যাচ্ছে ছোটপর্দার অভিনেতা অভিনেত্রীরদের ভিড়ই এবার দেখা যাবে বিগ বস ৯-এর ঘরে। থাকতে পারেন মাহি ভিজ, অঙ্কিত গেরা, রূপল ত্যাগীর ছোটপর্দার পরিচিত মুখেরা। থাকার সম্ভাবনা রয়েছে রশমি দেশাই, রাধিকা মদান, ময়ূর ভার্মা, জয় ভানুশালী ও মোহিত মলহোত্রাও। অভিনেত্রী সানা সাইদের নামও শোনা যাচ্ছে সম্ভাব্যদের মধ্যে। তবে এখনও পর্যন্ত বিগ বসের ঘরে থাকার খবর কেই নিশ্চিত না করলেও উড়িয়েও দেননি। ‘সপনে সুহানে লড়কপন কে’ সিরিয়ালের অভিনেতা অঙ্কিত গেরা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, “প্রতিবছর আমার কাছে বিগ বসের প্রস্তাব আসে। এইবারও এসেছে। তবে এখনও কিছু ঠিক হয়নি, দেখা যাক।” ওই ধারাবাহিকেরই অন্য অভিনেত্রী রূপল ত্যাগী জানান, “আমি কোনও মন্তব্য করতে চাই না…এই মুহূর্তে কিছুই বলতে পারছি না।” ‘লাগি তুঝসে লগন’ খ্যাত মাহি বলেন, “এই মুহূর্তে কিছু বলতে পারছি না।” ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে শাহরুখের মেয়ের ভূমিকায় অভিনয় করা সানা জানান, “আমার কাছে প্রস্তাব এসেছে তবে আমি রাজি হইনি। এখন অন্য কাজ রয়েছে।” ‘মেরি আশিকি তুমসে হি’ খ্যাত রাধিকা মদান বলেন, “আমার কাছে শো-এর প্রস্তাব আসেনি।” ‘উত্তরণ’ খ্যাত রশমি দেশাই জানান, “এটা ভুল খবর…আমাকে প্রস্তাব দেওয়া হয়নি।”