বলিউড এর জনপ্রিয় অভিনেত্রী জেরিন খানকে এবার দেখা যাবে বলিউড এর আলোচিত ছবি ”হেট স্টোরি” এর সিক্যুয়েলে। এর আগে ”হেট স্টোরি” এর প্রথমটিতে অভিনয় করে আলোচিত হয়েছিলেন কলকাতার অভিনেত্রী পাউলি দাম।
এরপর ”হেট স্টোরি-২” এ খোলামেলা অভিনয় করে ঝড় তুলেন আরেক অভিনেত্রী সুরভিন চাওলা। আর এবার ”হেট স্টোরি-৩” এ খোলামেলা ভাবে অভিনয়ের ঘোষণা দিয়ে আলোচনার ঝড় তুলেছেন সম্প্রতি।
এ বিষয়ে জেরিন খান বলেছেন,”সিনেমার জন্যে আমি যেকোনো ধরনের দৃশ্যে অভিনয় করতে রাজি। আমি এর আগে যেধরনের সিনেমা করেছি, তার থেকে ”হেট স্টোরি” একেবারেই ভিন্ন। আমি চেষ্টা করব এই সিনেমাতে নিজের সেরাটা দেওয়ার।”