মাসুদ আহমেদের লেখা গান গেয়েছে এস আর সুমন ও অরিন। গানের নাম আমি তোমারি ছিলাম, এই গানটি ভিডিওতে নেয়া হয়েছে। এবং এই ভিডিওতে দেখা দিয়েছে দুই নতুন মুখ, তারা হলেন হৃদয় ও নিধি। গানটির কথার সাথে এই দুই নতুন শিল্পী ১০০ ভাগ মিলিয়ে কাজ না করতে পারলেও অসাধারন চেষ্টা করেছে বলে জানা যায়। তাদের চেষ্টার যে কমতি ছিলোনা তা যে কেউ এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। গানটি প্রেম বিরহের গান সকলের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছেন চিত্র পরিচালক হামিদ রনি।
এইচএন/দিবার্তা.কম