এ কোন রূপে ডিজে সনিকা? পশ্চিমা সভ্যতার মডেলিং-এ সনিকার বাংলা গান (ভিডিও)

0

DJ Sonicaবাংলা মেন্টালজ নামের একটি র‍্যাপ ব্যান্ডের মডেল হিসেবে সনিকা কাজ করেছেন, এবং এই গান নিয়ে ইউটিউবে ও ফেসবুকে সমালোচনার ঝর বইছে। সনিকাকে এই ভিডিওতে দেখা যায় সম্পূর্ণ অর্ধ নগ্ন। এ কেমন আগ্রাশন? পশ্চিমা দেশ গুলতে যখন খোলা মেলার ঝর তখন বাংলাদেশে তা লাগবেনা এটা ভাবার কিছু নেই। বাংলাদেশের সর্বস্তরে এখন পশ্চিমা সভ্যতায় ভিড়ে গেছে। সনিকা সহ অনেক নাইকা ও মডেলরা এখন খোলা মেলায় কন ভয় পায়না। তারা খোলা মেলায় সছন্দ বোধ করেন। নিচের ভিডিওতে দেখা সনিকা ও র‍্যাপারদের গানে সম্পূর্ণ যৌন ও খারাপ ইঙ্গিতের গান বলে সাধারন মানুষের মত। এ ধরনের গান বাংলা সংস্কৃতিকে ধংসের দাড় প্রান্তে নিয়ে যাবে। যা কোনো বাংলাদেশির কাম্য নয়। বাংলা মেন্টালজ ও ডিজে সনিকার এই গানের তীব্র নিন্দায় বাংলাদেশের সুশীল নাগরিকরা।

এইচএন

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More