ইঙ্গিতে জোরালো হাওয়া, বিয়ের ’দোপাট্টা’ উড়াতে চলেছেন বঙ্গললনা বলিউড ব্ল্যাক বিউটি বিপাশা বসু। পাত্রর নাম হিসেবে চলে এসেছে বলিউড তারকা করণ সিংহ গ্রোভার। ছোট পর্দার এ জনপ্রিয় মুখ মন কেড়েছে বিপাশার, সে খবর বেশ পুরনো। আর আজ (বৃহস্পতিবার) বিপাশার জন্মদিন শেষে আসতে পারে বিয়ের খবরটাও।
বিপাশা বসু বয়ফ্রেন্ড করণ সিং গ্রোভারের সঙ্গে একান্তে মলদ্বীপে নতুন বছর উদযাপন করছেন, তা মাত্রই কিছুদিল হলো। সেখানেই বেশ খোলামেলা তাদের পাওয়া যায়।
আর বলিউড পাড়ায় খবর হলো, বিয়ের কাজটা এ বছরই হতে চলেছে তার।
গত বছর বিপাশার একটি ছবিই মুক্তি পেয়েছে। আর সেটা হলো বয়ফ্রেন্ড করণ সিং গ্রোভারের সঙ্গে অভিনয় করা ‘অ্যালোন’।
সব মিলিয়ে বেশ ভালো সময় যাচ্ছে জন আব্রাহামের সাবেক এ প্রেমিকার।
Prev Post
Next Post