আমোদ ডেস্ক : বলিউডের ভালো কিছু নিয়ে এখন আর আলোচনা হয় না। এটা হতে পারে সেখানে ভালো কিছুই নেই। আবার এও হতে পারে বাণিজ্যের জন্য ভালো কিছু ছেড়ে আলোচনায় আসছে নায়িকার বিকিনি, নগ্নতা আর রোমান্স। সোজা কথা ওই তিন জিনিসেই এখন ডুবে আছে বলিউড ইন্ডাস্ট্রি।এরই ধারাবাহিকতায়, ‘ম্যায় তেরা হিরো’ সিনেমায় নার্গিস ফাকরির বিকিনি নিয়ে নাকি জোর আলোচনা চলছে। তার এই বিকিনির ডিজাইনার কে তা নিয়ে রীতিমত জল্পনা চলছে। তবে সে জল্পনায় জল ঢেলে দিয়েছেন তিনি। বলেছেন, ওই বিকিনি কেউ তার জন্য আলাদা করে ডিজাইন করে দেননি। ওটা তিনি নিজেই বাজার থেকে কিনেছেন। ছবির প্রচারে বেরিয়ে মার্দাস কাফে খ্যাত এই নায়িকা নিজেই এ কথা জানিয়েছেন।