বর্তমানে সেক্স কমেডি ছবি ‘মস্তিজাদে’র মুক্তির অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী সানি লিওন। তাঁর দাবি তাঁর অভিনীত আগামী দুটি ছবি ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ ও ‘বেইমান লভ’ থেকে পাওয়া যাবে কিছু নৈতিক শিক্ষা।
সানি তাঁর আগামী দুটি ছবি প্রসঙ্গে বলেছেন, যদি পুরুষরা জীবনে খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েও মূলস্রোতে ফিরে আসতে পারেন, তাহলে মহিলারা পারবেন না কেন? সানি মনে করেন একজন মহিলাও পারেন, জীবনে ধাক্কা খেয়ে ফের মূলস্রোতে ফিরে আসতে। তাঁদেরও সেই অধিকার আছে। আর সানির আসন্ন দুটি ছবি মহিলাদের মূলস্রোতে ফিরে আসার গল্পই বলবে এবং দর্শককে কিছু নৈতিক শিক্ষাও দেবে এরমাধ্যমে, দাবি সানির।
তবে আগামী দুটি ছবিতে সানিকে দর্শকরা যেভাবে দেখবেন, সেভাবে তাঁরা তাঁকে মেনে নিতে নাও পারেন। এখানে একদম অন্যভাবে দেখা যাবে প্রাক্তন এই পর্নস্টারকে। সানির দাবি তিনি এতদিন দর্শকদের তাই দিয়েছেন, যা তাঁরা চেয়েছেন। কিন্তু এখানে তাঁকে অন্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।
২০১২ সালে বলিউডে ‘জিসম-২’-র হাত ধরে পথ চলা শুরু সানির। তারপর থেকে তিনি যতগুলো ছবিই করেছেন সবকটিই ‘এ’ মার্কা, মূলত প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্যে। তাহলে এবার একটু অন্য ঘরানার ছবি করতে আগ্রহী অভিনেত্রী?
সানিরও তেমন ইচ্ছে। তাঁর দাবি, অভিনেত্রীর আসন্ন ছবি ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ থেকে দর্শক অন্যকিছুর আশা রাখলেও, ছবির টিজার ও ট্রেলর মুক্তির পরই তাঁদের ভুল ভেঙে যাবে। ‘বেইমান লভ’-এর কাহিনীও একটু অন্যরকম। –
সানি তাঁর আগামী দুটি ছবি প্রসঙ্গে বলেছেন, যদি পুরুষরা জীবনে খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েও মূলস্রোতে ফিরে আসতে পারেন, তাহলে মহিলারা পারবেন না কেন? সানি মনে করেন একজন মহিলাও পারেন, জীবনে ধাক্কা খেয়ে ফের মূলস্রোতে ফিরে আসতে। তাঁদেরও সেই অধিকার আছে। আর সানির আসন্ন দুটি ছবি মহিলাদের মূলস্রোতে ফিরে আসার গল্পই বলবে এবং দর্শককে কিছু নৈতিক শিক্ষাও দেবে এরমাধ্যমে, দাবি সানির।
তবে আগামী দুটি ছবিতে সানিকে দর্শকরা যেভাবে দেখবেন, সেভাবে তাঁরা তাঁকে মেনে নিতে নাও পারেন। এখানে একদম অন্যভাবে দেখা যাবে প্রাক্তন এই পর্নস্টারকে। সানির দাবি তিনি এতদিন দর্শকদের তাই দিয়েছেন, যা তাঁরা চেয়েছেন। কিন্তু এখানে তাঁকে অন্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।
২০১২ সালে বলিউডে ‘জিসম-২’-র হাত ধরে পথ চলা শুরু সানির। তারপর থেকে তিনি যতগুলো ছবিই করেছেন সবকটিই ‘এ’ মার্কা, মূলত প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্যে। তাহলে এবার একটু অন্য ঘরানার ছবি করতে আগ্রহী অভিনেত্রী?
সানিরও তেমন ইচ্ছে। তাঁর দাবি, অভিনেত্রীর আসন্ন ছবি ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ থেকে দর্শক অন্যকিছুর আশা রাখলেও, ছবির টিজার ও ট্রেলর মুক্তির পরই তাঁদের ভুল ভেঙে যাবে। ‘বেইমান লভ’-এর কাহিনীও একটু অন্যরকম। –