মা হয়েছেন মডেল ও অভিনেত্রী সারিকা। ৪মে দুপুর ১২টা সাত থেকে আট মিনিটের দিকে রাজধানী ঢাকার অ্যপোলো হাসপাতালে কণ্যা সন্তান প্রসব করেন তিনি।
মডেলিং আর অভিনয় দিয়ে খুব অল্প সময়ে সবার নজর কেড়ে নিয়েছিলেন সারিকা। প্রায় বছর দু ধরে মিডিয়ার অনুপস্থিত তিনি। গত বছরের আগস্টে ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে বিয়ে হয় সারিকার।
ভূমিষ্ট সন্তান এবং বর্তমান শারীরীক অবস্থা নিয়ে সারিকার মা রোজি রহমান বলেন, ‘মা এবং মেয়ে দুজনেই ভালো আছে। কিন্তু সন্তান যেহেতু সার্জারির মাধ্যমে হয়েছে তাই সারিকাকে বিশ্রামে রাখা হয়েছে। খুব শিগগিরই কণ্যা সন্তানের নাম রাখা হবে।’
প্রায় বছরখানেক আগে ঘরে নতুন অতিথি আসবে বলে জানিযছিলেন সারিকা। সিদ্ধান্ত নিয়ে নতুন অতিথিকে বরণ করতে শুরু হয়ে গিয়েছিল নানা আয়োজন। কেনাকাটার পাশাপাশি হবু মায়ের জন্য আয়োজন করা হয় বেবি শাওয়ার অনুষ্ঠান।
সারিকা মডেলিং শুরু করেন ২০০৬ সালে শুরু করলেও অভিনয় ২০১০ সাল থেকে। কিন্তু হঠাৎ ২০১৩ সালের এপ্রিল মাসে তিনি নাটক ও মডেলিং থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপর আর ক্যামেরার সামনে দাঁড়াননি তিনি।