কলকাতায় ৫ মার্চ দোলপূর্ণিমায় আবির ও গুলাল নিয়ে রং খেলেছেন জয়া আহসান। ওপার বাংলার নায়িকা সায়নী ঘোষের সঙ্গে দোলে মেতে থাকার ছবি নিজের ফেসবুক পেজে দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।দোলের আনন্দে রঙ মাখামাখি প্রসঙ্গে জয়া বললেন, ‘এবারই প্রথম রঙ নিয়ে খেললাম। আর বাংলাদেশের প্রতি ভালোবাসা নিয়ে লাল আর সবুজ রঙ নিয়েই দোলের আনন্দ উপভোগ করেছি বেশি।’ জয়া এখন কলকাতায় ইন্দ্রনীল রায় চৌধুরীর পরিচালনায় ‘একটি বাঙালি ভূতের গল্প’র কাজ করছেন। এই ছবির কাজের ফাঁকে দোলের আনন্দ উপভোগ করেন তিনি। এটি প্রযোজনা করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবিটিতে তার সহশিল্পী জয়দীপ ও ইন্দ্রশীষ।