পুকুর থেকে উদ্ধার হল কলকাতার অভিনেতা রনি চক্রবর্তীর মৃতদেহ। শুক্রবার গভীর রাতে সার্ভে পার্ক এলাকার একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুকুরের সামনে থেকে উদ্ধার হয় তার বাইক। কলকাতার একটি নিউজ পোর্টাল এ খবর জানিয়েছে। আত্মহত্যা নাকি খুন? সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। পরিবারের পক্ষথেকে জানানো হয়েছে, ভালো সাঁতার জানতেন রনি। তাহলে কিভাবে তার দেহ পুকুরে এল তা নিয়ে প্রশ্ন উঠেছে। কলকাতার জনপ্রিয় ‘জলনূপুর’ সিরিয়ালে অভিনয় করতেন তিনি। শুক্রবার শ্যুটিং সেরে সাতার কাটতে গিয়েছিলেন বলে জানিয়েছেন রনির বন্ধুরা। পুকুরের সামনে পড়ে থাকতে দেখা যায় অভিনেতার জামা-ঘড়ি ইত্যাদি। পুলিশ সূত্রে খবর, আরো দুই বন্ধু তার সঙ্গে সাঁতার কাটতে যায়। কিছুক্ষণ পরে আর তাকে দেহ খুঁজে পাওয়া যায় না। এরপরই পুলিশকে খবর দেয়া হয়। রাত দেড়টা নাগাদ উদ্ধার হয় অভিনেতার দেহ। এত রাতে কেন সাঁতার কাটতে গিয়েছিলেন রনি, সে বিষয়টিও স্পষ্ট নয় পরিবারের কাছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।