[ads1]সুপারস্টার রজনীকান্তের ‘কাবালি’ ছবির বিরুদ্ধে পোস্টার চুরির অভিযোগ এনেছেন অভিনেতা ইরফান খান। তিনি ‘মাদারি’ ছবির পোস্টার নকল করা হয়েছৈ এই ছবিতে।
তবে এটিকে খুব বেশি বড় করে দেখছেন না ইরফান। দুইটি ছবিই দেখার জন্য দর্শকদের আহ্বান জানিয়েছেন তিনি।
দুইটি ছবির একই পোস্টার নিয়ে প্রশ্ন করা হলে ইরফান বলেন, আমি এখনো এটি জানি না। আমি দেখেছি রজনীকান্তের ছবি আমাদের ছবির পোস্টার চুরি করেছে। তার ছবির পোস্টার দেখুন আর আমার ছবির পোস্টার দেখুন। তবে এটা বড় ইস্যু নয়। দর্শকদের উদ্দেশে বলেন, তার ছবিও দেখুন আর আমাদের ছবিও দেখুন।
ছবির দুইটি পোস্টারে দেখা মূল চরিত্রের মুখকে ফোকাস করা হয়েছে। অসংখ্য বাড়ি ও উঁচু উঁচু ভবনের মধ্যে থেকে অনুভূমিকভাবে ইরফান ও রজনীকান্তের ছবি ভেসে উঠেছে।মাদারি’ ছবির এটি অফিসিয়াল পোস্টার হিসেবে বিবেচনা করা হলেও রজনীকান্তের ভক্তরা ওয়েবসাইটে আলোচনায় জানিয়েছে, এই পোস্টার একজন ভক্ত বানিয়েছে, অফিসিয়াল কোনো পোস্টার নয়।[ads2]
Prev Post
Next Post