বলিউড সুপারস্টার কারিনা কাপুর অভিনয় করলেন পাকিস্তানের একটি মোবাইল ফোনের বিজ্ঞাপনে। দাবি করা হচ্ছে, এটি পাকিস্তানের মোবাইল ফোন সেটের সবচেয়ে ব্যয়বহুল বিজ্ঞাপন। ৩৩ বছরের এই বলিউডি সুপার নায়িকা পাকিস্তানের শীর্ষ মোবাইল সেট নির্মাতা কিউমোবাইলের ব্রান্ড অ্যাম্বাসেডার। থাইল্যান্ডে চিত্রায়িত এই বিজ্ঞাপনের প্রচার শুরু হবে খুব শিগগিরই।
বার্তা সংস্থা পিটিআইকে কিউমোবাইলের চিফ মার্কেটিং অফিসার জিসান কুরেশি বলেন, যেহেতু কারিনা একজন তারকা এবং পাকিস্তানে তার বিশালসংখ্যক ভক্ত রয়েছে তাই তাকে আমরা নির্বাচন করেছি’। এর আগে ভারতীয় তারকা জুহি চাওলা পাকিস্তানের একটি বিজ্ঞাপনে কাজ করেন, যা ছিল ভোজ্য তেলের বিজ্ঞাপন। ইন্ডিয়ান এক্সপ্রেস।