হঠাৎ করেই ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন! তবে এর পেছনে কারণটা কী? ঘটনা অতো গুরুতর কিছু নয়। সংখ্যার মারপ্যাচে একটু গুলিয়ে গিয়েছিলেন বলিউডের ‘বিগ বি’।
টুইটের সে সিরিয়াল তিনি দেন তাতে ৪,৫১৪ পর হঠাৎ করেই লিখে ফেলেন ৫,৪২৪। মানে এক লাফে ১ হাজার ৯ ঘর পেরিয়ে গেছেন অমিতাভ।
ফলে তার অনেক ফলোয়ারই পড়ে যান বিভ্রান্তি। অনেকে মাঝখানের টুইটগুলো বিলীন হওয়ার কারণও খুঁজতে থাকে। তবে ভুল টের পেয়ে ‘বিগ বি’ রবিবারের টুইটে জানালেন ‘ভয়ঙ্কর ভুল! টি-৪৫১৪ এর পর থেকে সব ভুল। যেগুলো টি-৫৪২৪, ৫৪২৫, ৫৪২৬…এ ভাবে গিয়েছে, সেগুলো হবে টি-৪৫১৫, ৪৫১৬, ৪৫১৭…এই ভাবে। ক্ষমা চেয়ে নিচ্ছি।’
প্রসঙ্গত, যে টুইটই করেন তাতে ইংরেজির ‘টি’র সঙ্গে একটি করে সংখ্যা বসান অমিতাভ। এখনও অবধি ৪ হাজার পাঁচশো পনেরোটি টুইট করেছেন তিনি। শেষ টুইটের নম্বর ছিল টি-৪৫১৫, সেটি ঠিক লিখলেও এই টুইটেও ছোট্ট ভুল করে ফেলেছেন অভিনেতা। ‘অ্যাপোলজি’ বানানে ‘এল’-এর পরে একটি বর্ণ পড়েনি। সেটা নজরে আসতে হাসাহাসি শুরু হয়ে গেল। অনেকেরই দাবি, বয়স হয়ে গিয়েছে অমিতাভের, এখন তো ভুল হতেই থাকবে।
বিডি প্রতিদিন