[ads1]কোকাকোলা ও পেপসি পান থেকে বিরত থাকছেন মাহিয়া মাহি। কোক ও পেপসিতে অধিক ফ্যাটের কারনে মোটা হয়ে যাচ্ছিলেন এমন একটি ভিডিও স্ট্যাটাস শেয়ার করেন তার সোশ্যাল লিংকে। সেখানে সে বলেছেন এই বাজে জিনিস আমার জীবনের চেয়েও প্রিয় কিন্তু এগুলোতে আমি অনেক মোটা হয়ে যাচ্ছি।[ads2]