আন্তর্জাতিক অঙ্গনে মডেল হিসেবে কয়েকবারই র্যাম্প মাতিয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। অভিজ্ঞতা আছে বিশ্ব বরেণ্য মডেল ও কোরিওগ্রাফারদের সঙ্গে কাজ করার। পিয়ার ফেসবুক থেকে একটি নতুন খবর জানা গেল। সেটি হচ্ছে তিনি ‘ল্যান্ড ক্রুসো প্রাডো ২০১৬’ নতুন একটি গাড়ি উপহার পেয়েছেন তার স্বামীর কাছ থেকে। যার মূল্য এক কোটি ছাব্বিশ লাখ টাকা।
গণমাধ্যমকে পিয়া জানান, ‘গাড়িটি আজই কেনা হয়েছে। তারপর আমার স্বামী আমাকে গিফট করেছেন। খুব পছন্দের ছিল এই মডেলের গাড়িটি।’
এদিকে, গেল মাসে পিয়া অভিনীত ‘গ্যাংস্টার রিটার্নস’ ছবিটি মুক্তি পায়। এরপর সকলের প্রশংসায় পঞ্চমুখ তিনি। উড়ে বেড়াচ্ছেন দেশ থেকে দেশের বাইরে। আজ কক্সবাজার তো কাল থাইল্যান্ড। পরশু আবার ব্যক্তিগত কাজে যাচ্ছেন ভারতে