একটি নয়, দু’টি নয়। গুনে গুনে ৩৩ বার চুমু খেলেন রুহি সিংহ এবং কৃষ্ণ চতুর্বেদী। না! বন্ধ দরজার আড়ালে নয়। বরং একঘর লোকের সামনে। সবচেয়ে বড় কথা ক্যামেরার সামনেই এই কান্ড ঘটালেন তাঁরা। আসন্ন রোমান্টিক অ্যাডভেঞ্চার ছবি ‘ইশক ফরএভার’-এর এই নতুন জুটির চুমু এখন বি-টাউনের অন্যতম আলোচ্য বিষয়।
হঠাৎ ৩৩টি চুমু কেন?
আসলে ছবির সেটে যতবারই রুহি-কৃষ্ণ চুমু খাচ্ছেন তত বার অপচ্ছন্দ হচ্ছে পরিচালকের। তাই অনস্ক্রিন ‘পারফেক্ট কিস’-এর জন্য বাধ্য হয়ে ৩৩টি টেক দিলেন এই জুটি। রুহির কথায়, ‘আমরা দু’জনেই এই প্রথমবার এত অন্তরঙ্গ চুমুর দৃশ্যে অভিনয় করলাম। তাই প্রথমে একটু নার্ভাস ছিলাম। কিন্তু কৃষ্ণ আমাকে সহজ হতে সাহায্য করেছে।’
আর নায়ক কী বলছেন? নায়িকার পাশে দাঁড়িয়ে কৃষ্ণর সহাস্য জবাব, ‘দৃশ্যটা যাতে স্বাভাবিক হয় আমি সে চেষ্টাই করেছি। সব মিলিয়ে পরিচালককে অন্ধ অনুসরণ করাই ছিল আমার কাজ।
Next Post