ঢাকা: বলিউডের এমন কোন অভিনেতা বা অভিনেত্রী নেই, যিনি সালমান, শাহরুখ কিংবা আমির খানের সাথে অভিনয় করতে মুখিয়ে থাকেন না। অথচ জ্যাকি শ্রফ পুত্র টাইগার শ্রফ নাকি এই খানত্রয়ের সাথে অভিনয় করতে মোটেও আগ্রহী নন!
হ্যাঁ, বলিউডের সবাই খানদের নিয়ে মেতে থাকলেও জ্যাকি শ্রফ পুত্র টাইগার শ্রফ বলিউডে খানত্রয়ের সাথে কখনোই অভিনয় করতে চান না বলে জানা গেছে।
সম্প্রতি একটি ফ্যাশন স্টোরের ইভেন্টে উপস্থিত ছিলেন ‘হিরোপন্তি’র এই উঠতি অভিনেতা। সেখানে তাকে খানদের সাথে অভিনয় করতে আগ্রহ আছে কি না জানতে চাইলে তিনি সরাসরি ‘না’ বলে দেন। টাইগার শ্রফ বলেন, ‘তিন খানের কারো সাথেই অভিনয় করতে চাই না, পর্দায় তাহলে আমাকে কে দেখবে!’
উল্লেখ্য, ২০১৪ সালে ‘হিরোপন্তি’নামের একটি ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে টাইগার শ্রফের।এরপর সাব্বির খানের ‘বাগি: এ রিবেল ফর লাভ’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হযেছেন তিনি। আসছে বছরে ছবিটি মুক্তির কথা রযেছে।