ঢাকা : বদলে যাচ্ছে অনেক কিছু। বদলে যাওয়ার সময় হয়েছে। সময়ে সব বদলায়। বাংলাদেশের ক্রিকেটাররা বদলে গেছেন। আসলে তারা বদলে যাননি।
পারফরম্যান্সই তাদের বদলে দিয়েছে। এখন তারা সেলিব্রেটি। নায়ক-নায়িকারও এখন তাদের ধারে-কাছে নেই।
সাকিবরা যে এখন অনেক বেশি পরিচিত। সবার মুখে মুখে তাদের নাম।একদিনেই মুস্তাফিজ সেলিব্রেটি। শুধু বাংলাদেশ নয়, ভোরতেও। স্থানীয় থেকে এরা এখন অন্তর্জাতিক।
ক্রিকেটারদের সঙ্গে কারো নাম জড়িয়ে পড়লে সেই নাম উচ্চারিত হয় সবার মুখে মুখে । উদাহরণ ‘হ্যাপি’। হ্যাপির মতো থার্ড গ্রেটের নায়িকাকে কে চিনত? রুবেলের সাথে তার নাম জড়িয়ে যাওয়ায় হ্যাপি এখন ‘সবচেয়ে বেশি উচ্চারিত’ নায়িকার নাম।
বাংলাদেশের স্টেডিয়ামের গ্যালারির চেহারাও পাল্টে গেছে। প্রায়ই সেখানে সেলিব্রেটিরা ভিড় জমান। ভারত বাংলাদেশের প্রথম খেলায় গিয়েছিলেন আলোচিত হ্যাপি।
রোববার হাজির হয়েছেন এই সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। তার পরনে ছিল কালো রঙের পোশাক। ভারত এক একটা উইকেট হারায় আর গ্যালারিতে সাকিব-নাসিরের সঙ্গে আনন্দ ছড়ান মাহিরা।
উত্তজেনাপূর্ণ খেলায় গ্যালারিতে মাহির আনন্দকাণ্ডে দর্শকরা অনেকটাই অভিভূত।