‘হোয়্যার আর ইউ নাউ’ গান দিয়ে শ্রোতাদের মাত করেছিলেন জাস্টিন বিবার। এই গান দিয়েই প্রথমবারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড জিতে নিলেন এই তিনি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের স্টেপলস সেন্টারে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৫৮তম আসর।
বিলবোর্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ফ্লাইং লোটাস’, ‘দ্য ‘কেমিক্যাল ব্রাদার্স’, ‘গ্যালানটিস’ ও ‘অ্যাবোভ অ্যান্ড বিয়ন্ড’ এর গানের সঙ্গে প্রতিযোগিতা করে বিবারের ‘হোয়্যার আর ইউ নাউ’ গানটি পুরস্কার জয় করে নিয়েছে।
পুরস্কার জয়ের পর ববার তার টুইটার অ্যাকাউন্টে ভক্ত, ম্যানেজার স্কুটার ব্রাউন ও গ্র্যামির ভোটারদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
গ্র্যামি অ্যাওয়ার্ডসের এই আয়োজনে ৮০টিরও বেশি বিভাগে পুরস্কার দেয়া হয়
পুরস্কার জয়ের পর ববার তার টুইটার অ্যাকাউন্টে ভক্ত, ম্যানেজার স্কুটার ব্রাউন ও গ্র্যামির ভোটারদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
গ্র্যামি অ্যাওয়ার্ডসের এই আয়োজনে ৮০টিরও বেশি বিভাগে পুরস্কার দেয়া হয়