বিনোদন ডেস্ক- শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন নায়করাজ রাজ্জাকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার জ্ঞান আছে, বেডের পাশে পরিবার সদস্যরা এলে তিনি তা বুঝতে পারছেন। তবে তিনি পুরোপুরি আশঙ্কামুক্ত কিনা তা এখনই বলা যাচ্ছে না বলে জানান আইসিইউতে দায়িত্বে থাকা নার্স তাহমিনা।
গত ২৬ জুন ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন ৭৩ বছর বয়সী রাজ্জাক। রবিবার তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রথমে তাকে আইসিইউতে পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বর্তমানে রাজ্জাক আইসিইউতে বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. আদনান ইউসুফ চৌধুরীর অধীনে চিকিৎসাধীন। ২৮ জুন একটি মেডিকেল বোর্ড গঠন করে তার অবস্থার মূল্যায়ন করা হয়। তার বর্তমান চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবেন চিকিৎসকরা।
আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে নায়করাজের শারীরের বর্তমান অবস্থা বর্ণনা করেন ডা. শাগুফা আনোয়ার।