ঢাকা: সম্প্রতি বেশ কিছু অনলাইন সংবাদ মাধ্যম চলচ্চিত্র অভিনেত্রী আঁচলের নগ্ন ভিডিও ফাঁসের সংবাদ প্রকাশ করে। কিন্তু খোঁজ নিয়ে দেখা যায়, এটি সম্পূর্ণই গুজব।
আঁচলের মুক্তি প্রতিক্ষিত চলচ্চিত্র ‘কিস্তিমাত’ এর ফুটেজ দিয়ে এই অপপ্রচার চালানো হয়। অন্য একটি ছবির দৃশ্যও আছে এতে। অনেকেই মনে করছেন, ‘কিস্তিমাত’ ছবির প্রচারণার জন্যই হয়তো এমনটি করছেন নির্মাতা।
এ বিষয়ে ছবিটির নির্মাতা আশিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলামেইলকে বলেন, ‘যারা এ কাজটি করেছেন তারা খুবই খারাপ কাজ করেছেন। আমরা চেয়েছিলাম মামলা করবো। কিন্তু দেখলাম মামলা করলে জিনিসটা আরেও বেশি আলোচনায় চলে আসবে। তাই মামলা করলাম না।’ তিনি আরও জানান, বর্তমানে ছবিটির ডাবিংয়ের কাজ চলছে। সেপ্টেম্বরে ছবিটি মুক্তি দেয়ার কথা ভাবছে ছবিটির প্রযোজনা সংস্থা। এ ছবিতে আঁচলের হিরো হিসেবে আছেন আরেফিন শুভ।