কথা নেই বার্তা নেই, কারণে অকারণে কেঁদে কেটে অস্থির হয়ে যান ইংলিশ টেলি তারকা শার্লি ফার্নান্দেজ।
সম্প্রতি ‘এক্স ফ্যাক্টর’ নামক একটি রিয়েলিটি শো’তে বিচারকের দায়িত্বে আছেন তিনি। সপ্তাহে প্রতি শনিবার রাতে অনুষ্ঠানটি প্রচারিত হয়। সেখানে প্রতিপর্বেই কেঁদে ভাসান শার্লি। প্রতিযোগীরা ভালো কিছু করলেও তিনি কাঁদেন আবার না করলেও কাঁদেন।
নিন্দুকেরা অবশ্য বলেন, ক্যামেরায় বেশি ফুটেজ নেয়ার জন্যই নাকি এমনটা করেন তিনি।
সূত্র : ডেইলি মেইল