বছরজুড়ে ছোটপর্দা দাপিয়ে বেড়িয়েছেন কণ্ঠশিল্পী থেকে অভিনয়ে আসা তাহসান। দর্শকদের হাতে তুলে দিয়েছেন একের পর এক উপভোগ্য নাটক।
টানা অভিনয়ের ধকল বেশ স্পষ্ট। টাইট শিডিউল মেইনটেইন করেছেন তিনি। রুটিন করে সকাল-সন্ধ্যা শট দিয়েছেন। এবার ভালোবাসা দিবসও ছিল জনপ্রিয় এই অভিনেতা কণ্ঠশিল্পীর দখলে। সর্বোচ্চ নাটকে দেখাও গেছে তাকে। কাছে আসার গল্প সিরিজের ‘হাতটা দাও না বাড়িয়ে’; ইমরাউল রাফাতের ‘তোমায় ভেবে লেখা’; মিজানুর রহমান আরিয়ানের ‘তাই তোমাকে’নাটকগুলো দর্শকমহলে সাড়া ফেলেছে বেশ।
তবে এবার নিজেকে কিছুদিন বিশ্রাম দিতে চান তিনি। কিছুটা নির্ভার থাকতে অভিনয়কে কিছুদিনের জন্য বিদায় বলতে চান। তাহসান জানান, টানা অভিনয় করেছি। এবার একটু বিশ্রাম দরকার। সামনে ছয়টা মাস নাটক করছিনা।
তাই বলে ভক্তদের নিরাশ হওয়ার কোন কারণ নেই। অভিনয়ে দেখা না গেলেও এ সময়ে তিনি গান নিয়ে ব্যস্ত থাকবেন বলে নিশ্চিত করেছেন। চলতি বছরের মাঝামাঝিতে নতুন অ্যালবামে হাত দেবেন বলে জানিয়েছেন তিনি।