যদিও পোর্টালটি এখনই পুরোপুরি খোলা হয়নি। ই-কমার্স এই ওয়েবসাইটের নিবন্ধন শুরু হয়েছে। নিজের সোশ্যাল নেটওয়ার্কিং পেজে মার্কেট চালুর কথা ঘোষণা করেছেন সালমান। টুইটারে তিনি লিখেছেন, আমার অনুরাগীদের জন্য উপহার বিশেষ ট্রিটের জন্য রেজিস্টার করুন। এছাড়াও রয়েছে অনেক কিছু। এই ওয়েবসাইটের হোমপেজের বার্তায়, খান মার্কেট অনলাইনে স্বাগত। এই ধরণের মার্কেট শুধু একটিই আছে এবং তাই এটি শুধু আপনাদের জন্য।
প্রথমে গ্রাহককে ‘গেট স্টার্টেড’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে ‘ফ্যানস্ ওনলি’ নামের সেকশনে ঢুকে ফর্ম ফিলাপ করতে হবে। সোশ্যাল মিডিয়াতেও পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে বলে জানা গিয়েছে। রয়েছে ‘ডোন্ট লাইক ফর্মস’ অপশনও। এছাড়া বিশদে এখনও কিছু জানায়নি পোর্টালটি। ইন্টারন্যাশনাল বিজনেস স্ট্যান্ডার্ড।