জার্মানিতে যৌনহেনস্থার স্বীকার হলেন বলিউড অভিনেত্রী ইভলিন শর্মা৷ মঙ্গলবার বিকেল নাগাদ ফ্র্যাঙ্কফুটের রাস্তায় ঘটে এই ঘটনা৷
ইভলিন জানিয়েছেন, বছর আঠাশের তিন যুবক হঠাৎই ইভলিনের সামনে এসে ছবি তুলতে শুরু করে৷ প্রথম ইভলিন আপত্তি না করলেও, যুবকদের আচরণ বেগতিক দেখে তৎক্ষনাৎ ট্যাক্সির সাহায্য নিয়ে বাড়ি ফেরার চেষ্টা করেন৷ ইভলিন জানিয়েছেন, তিন যুবক গাড়ি নিয়ে তাঁর পিছুও করে৷ তবে পুলিশের কাছে কোনও ধরণের অভিযোগল দায়ের করেননি ইভলিন৷ অভিনেত্রীর কথায়, তিন যুবক ছিলেন ভারতীয়৷
জার্মানিতে নিজের ফ্যামিলির সঙ্গেই দেখা করতে গিয়েছিলেন ইভলিন৷ এই ঘটনায় বেশ হতবাক তিনি৷ ঘটনার বিবরণ দিয়ে ট্যুইটও করেছেন ইভলিন৷