ফটোকপি করলে সাধারণত একই রকম হয়। এবার ফটোকপির এক পাশে জাহিদ হাসান আর আরেক পাশে যদি তানিয়া বৃষ্টিকে দেখা যায় তাহলে বিষয়টা কেমন হবে। তেমনটিই হতে যাচ্ছে। ভিট তারকা তানিয়া বৃষ্টিকে দেখা যাবে অভিনেতা জাহিদ হাসানের বিপরীতে। এমনটিই নাকি স্বপ্ন ছিলো তানিয়া বৃষ্টির। বৃষ্টির সেই ইচ্ছা পূরণ হলো। এবারই প্রথম তিনি ফটোকপি নামের একটি নাটকের মাধ্যমে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের বিপরীতে অভিনয় করলেন।
নাটকটি পরিচালনা করেছেন মজিবুল হক খোকন।
তানিয়া জানিয়েছেন, জাহিদ ভাইয়ের সঙ্গে দেখা হলেই বলতাম, ভাইয়া, আপনার নায়িকা কবে হবো? অবশেষে সেই স্বপ্ন সত্যি হয়েছে। আমি খুব খুশি তারসঙ্গে কাজ করার সুযোগ পেয়ে। ফটোকপি, নাটকটির শুটিং চলছে রাজধানীর বিভিন্ন লোকেশনে এবং ভালোবাসা দিবসে নাটকটি চ্যানেল আইতে প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রে যায়।