সঙ্গীতশিল্পী ন্যান্সির আত্মহত্যার চেষ্টার ঘটনাটি নিয়ে তোলপাড় সারাদেশ। সবখানে একটাই প্রশ্ন কেন জনপ্রিয় এই শিল্পী আত্মহত্যা করতে চেয়েছেন? ন্যান্সির ঘনিষ্ঠজন সূত্রে জানা গেছে, স্বামী নাজিমুজ্জামান জায়েদের কারণেই তিনি এ আত্মহত্যার চেষ্টা করেন। ন্যান্সিকে যখন বাসা থেকে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিলো, তখন ন্যান্সি তার স্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ করছিলেন। সেসময় তার স্বামী সেখানে উপস্থিত ছিলেন না। ন্যান্সি বারবার বলছিলেন, জায়েদ আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। উল্লেখ্য, দুই মেয়ে রোদেলা আর নায়লাকে নিয়ে বেশ কয়েকমাস ধরে গানের জন্য ঢাকায় বসবাস করছিলেন ন্যান্সি। মাঝে মধ্যে নেত্রকোনায় স্বামীর কাছে যেতেন।
গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে ন্যান্সি প্রথমে ব্রোমাজিপাম গ্রুপের ৪০টি জিওনিল ট্যাবলেট ও পরে ২০টি ল্যাক্সিল ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে তিনি ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন।