
গত বুধবার রাত ১টার ওই মামলায় রাজধানীর বেইলী রোডের বাসা থেকে ইমনকে গ্রেপ্তার করে রমনা থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করা হয়। বেলা ৩টার দিকে আদালতে আইনজীবীরা তার জামিনের আবেদন করলেও বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
মামলার অভিযোগে বলা হয়, ২০১২ সালের ৬ ডিসেম্বর ইমনের সঙ্গে জিনাতের বিয়ে হয়। গত এক বছর যাবৎ কৌশলে ইমন জিনাতের নগ্ন ছবি তোলে। পরবর্তীতে সে জিনাতের কাছে ৫ কোটি টাকা দাবি করে।