এই প্রথম জুটি হয়ে কাজ করলেন ছোট পর্দার দুই প্রিয়মুখ ফারিয়া ও নিশো। ‘মেঘলা রোদ্দুর’ নামের এই টেলিফিল্মে নিরূপমা চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া। আহসান আলমগীর রচনায় ও জিয়াউদ্দিন আলমের পরিচালনায় নারী দিবসে জন্য নির্মিত এই টেলিফিল্মে আরও অভিনয় করেছেন মুকিত, আবদুল্লাহ রানা, মৌরী সেলিম, আনজুমান আরা বকুলসহ আরও অনেকে। টেলিফিল্ম প্রসঙ্গে নিশো বললেন,’ফারিয়ার সঙ্গে আমার প্রথম কাজ করা। কাজ করতে গিয়ে বুঝলাম ফারিয়া অনেক ভালো অভিনয় করে এবং গল্পটি দর্শকদের অনেক ভালো লাগবে।’ আর ফারিয়া বললেন,’নিজের ভালোলাগার একটি নামের চরিত্রে অভিনয় করেছি। পাশাপাশি নিশোর অভিনয় বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যানেলে দেখেছি। আশা করি, আমাদের জুটি দর্শকের ভালো লাগবে।’ টেলিফিল্মটি আগামী ৮ মার্চ নারী দিবস উপলক্ষে মাছরাঙ্গা টিভিতে দুপুর ১২টা ১৫ মিনিটে প্রচারিত হবে।